পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর হাটের নির্ধারিত ঘাট ব্যতীত কোরবানীর পশু উঠানামা রোধে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল থেকে দিনব্যাপী সঙ্গীয় ফোর্সসহ স্পীডবোট যোগে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে ব্যাপক এ প্রস্তুতি গ্রহণ করা হয়।
এসময় ১৯ নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের এর পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, ২০ নং ওয়ার্ড সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের হাট, ২১ নং ওয়ার্ডের স্কুল ঘাট সংলগ্ন বালুর মাঠের হাট, ২৩ নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজির মোড় সংলগ্ন হাট, ২৩ নং ওয়ার্ডের আলী আহম্মদ চুনকা সড়কের কাবিলের মোড় সংলগ্ন হাট, ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি হাট, ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ গুদাড়াঘাট হাট ও সদর উপজেলার কয়লাঘাট হাট ও পাঠানগর হাট সহ নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের আওতাধীন প্রায় ১০টি হাটের ইজারাদারদের সাথে এ মতবিনিময় করা হয়। এসময় তিনি কোরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কোরবানীর পশু নিয়ে দড়ি টানাটানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিদিষ্ট হাট ছাড়া যাতে করে কেউ অবৈধভাবে গরু নামাতে না পারে এবং ট্রলার নিয়ে এসে মাঝ নদী থেকে গরু নিয়ে যেতে না পারে আমরা সেদিকে নজর রাখছি। যারা জোরপূর্বক গরু নামাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ওসি মনিরুজ্জামান বলেন, আমরা প্রতিটি হাটে হাটে গিয়ে ইজারাদারদের সাথে মতবিনিময় করেছি। ইজারাদাররা জানিয়েছে তারা এ ধরনের কর্মকাণ্ড করবে না। এরপরও যদি তারা এ ধরণের কোনো কর্মকাণ্ড করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এছাড়াও ঈদে নৌ পথে ঘরমুখে যাত্রীদের নিরাপদ ভ্রমণের লক্ষ্যে এবং চাঁদাবাজি রোধে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৫৩:৩০ ৪৬ বার পঠিত