জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫ উপলক্ষে সোমবার সকালে লিগ্যাল এইড মেলা ও রোড শো উদ্বোধন করেছেন আইন উপদেষ্টা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এর চেয়ারম্যান ড. আসিফ নজরুল।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকাল ১১টা ২০ মিনিটে তিনি দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীসহ আরো অনেকে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও জার্মান উন্নয়ন সংস্থা -জিআইজেড বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আয়োজিত হয়েছে লিগ্যাল এইড মেলা ও রোড শো।
মেলায় অংশগ্রহণ করছে-বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), জিআইজেড বাংলাদেশ, প্রশিকা, ব্র্যাক, ফ্রেন্ডশিপ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, আরডিআরএস বাংলাদেশ ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। আগত অতিথিদের নানারকম লিগ্যাল এইড সেবা দেয়ার মাধ্যমে লিগ্যাল এইড সম্পর্কে সকলকে জানানো ও সচেতন করে তোলাই এই মেলার প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, বিরোধ নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড খুবই জরুরি ও অভিনব একটি মাধ্যম। লিগ্যাল এইড নিয়ে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি, সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করছি। এই খাতটিকে সামনে নিয়ে যেতে আইনগত সেবা প্রদান সংস্থা ও আইন প্রণয়ন কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি।
আইন উপদেষ্টা বলেন, ‘দেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখের মতন মামলা হয়। এরমধ্যে সরকারি লিগ্যাল এইডে নিষ্পত্তি হয় প্রায় ৩৫ হাজার মামলার এবং এই সংখ্যাটিকে দুই লক্ষতে আনতে পারলে আদালতে মামলার চাপ প্রায় ৪০ শতাংশ কমে যাবে।’
এই কাজগুলো যথাযথভাবে করতে পারলে মামলার চাপ ও মানুষের দুর্ভোগ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) আরিফা চৌধুরী হিমেল।
এতে উপস্থিত ছিলেন - আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যাস্টার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অনারারি ডিরেক্টর ব্যারিস্টার সারা হোসেন, দেশের বিভিন্ন স্থানে বিচারিক কাজে নিয়োজিত বিচারকবৃন্দ, বিভিন্ন দূতাবাস ও ইইউ’র কূটনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিবিদ এবং আইন মন্ত্রণালয় ও লেজিসলেটিভ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হককে সম্মাননা প্রদান করা হয়। সেইসঙ্গে, ‘সেরা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী পুরস্কার, ২০২৪’ পান অ্যাডভোকেট পল্লবী রায় ও ‘সেরা লিগ্যাল এইড অফিসার হিসেবে পুরস্কার, ২০২৪’ পান ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিসার মো. বুলবুল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৫ ৫ বার পঠিত