ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন এবং সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহেল বাকী।
ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়।
তিনি বিলেন, এ ঘটনায় আহত ওই অ্যাম্বুলেন্স চালক মৃদুল মালো (৪১) গুরুতর আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫:১৭:১৬ ৩৯ বার পঠিত