রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা

প্রথম পাতা » খেলা » রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা

লা লিগায় প্রত্যাবর্তনের গল্প রচনা করলো ফুটবল ক্লাব বার্সেলোনা। নিজেদের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ তিন ব্যাবধানের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে ১ অ্যাসিস্টের পাশাপাশি জোড়া গোল করেছেন রাফিনিয়া। এ জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালান ক্লাবটি।

এদিকে শনিবার (১৯ এপ্রিল) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো ম্যানচেস্টার সিটি। এভারটনকে সিটিজেনরা হারিয়েছে ২-০ গোলে।

এমন সব অবিশ্বাস্য প্রত্যাবর্তনই শিরোপা জেতায় একটা দলকে। চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার আরও একটা কামব্যাকই জানান দিচ্ছে শিরোপার বড় দাবিদার তারা। স্তাদিও লুইস কোম্পানিতে সেল্টা ভিগোর বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে ছয় মিনিটের ব্যবধানে ম্যাচে ফিরে হ্যান্সি ফ্লিকের দল। আর ম্যাচের যোগ করা সময়ে জয় ছিনিয়ে লা লিগার শিরোপার রেইসের লাগাম নিজেদের হাতেই রাখলো কাতালুনিয়ানরা।

মৌসুমের শেষের দিকে এসে লা লিগার প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ কাতালান ক্লাবটির জন্য। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে জয়ের বিকল্প ছিল না রাফিনিয়াদের সামনে। অথচ এই ম্যাচেই দলের অনত্যম তারকাকে বিশ্রাম দিয়ে একদশ সাজান হ্যান্সি ফ্লিক। ঘরের মাঠে শুরুতে অবশ্য বার্সা হতাশ করেনি সমর্থকদের। ম্যাচে ১২ মিনিটে ইনাগো মার্তিনেজের অ্যাসিস্টে স্বাগতিকদের লিড এনে দেন ফেরান তোরেস।

অবশ্য তিন মিনিট পরেই ম্যাচে ফেরে সেল্টা ভিগো। বোর্জা ইগলেসিয়াসের গোলে সমতা ফেরে ম্যাচে। এরপর বারবার সুযোগ এলেও প্রথমার্ধে আর এগিয়ে যেতে পারেনি কোনো দলই। সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে যেন খেই হারায় হ্যান্সি ফ্লিকের দল। ৫২ মিনিটে আবারো দৃশ্যপটে বোর্জা ইগলেসিয়াস। তার অসাধারণ ফিনিশে ব্যবধান বাড়ায় সফরকারীরা। এর ঠিক ১০ মিনিট পরেই হ্যাটট্রিকের দেখা পান ইগলেসিয়াস। কাউন্টার অ্যাটাকে বার্সার জালে আবারো বল জড়ান এই স্প্যানিশ স্ট্রাইকার।

দুই গোলে পিছিয়ে পড়ে জয়ের আশা ক্ষীণ হতে থাকে বার্সার। তবে খাদের কিনারা থেকে ম্যাচে ফিরে লা লিগার টেবিল টপাররা। ৫৯ মিনিটে দুই পরিবর্তন আনেন হ্যান্সি ফ্লিক। মাঠে নেমেই বার্সাকে ম্যাচে ফেরান বদলি নামা দানি ওলমো।

এর ঠিক ছয় মিনিট পরেই লামিন ইয়ামালের ক্রস থেকে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া। আর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো ম্যানচেস্টার সিটি। যদিও গডিসন পার্কে ৮৪ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন নিকো ও রেইলি। ম্যাথিয়াস নুনেসের পাস থেকে বল জালে জড়ান এই ইংলিশ লেফট ব্যাক।

যোগ করা সময়ে ব্যবধান বাড়ান মাতেও কোভাচিচ। তার গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এ জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের চারে উঠে এলো সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ১১:২২:০৫   ৬ বার পঠিত