শুক্রবার, ২৩ জুন ২০২৩

বিশ্বে জিনিসপত্রের দাম কমছে বাংলাদেশেও কমবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিশ্বে জিনিসপত্রের দাম কমছে বাংলাদেশেও কমবে: স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ২৩ জুন ২০২৩



বিশ্বে জিনিসপত্রের দাম কমছে বাংলাদেশেও কমবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জানি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেড়েছে। শুধু আমাদের দেশে না বিশ্বের সব দেশেই বেড়েছে। যেহেতু তেল, খাদ্যদ্রব্য বেশি দামে আমদানি করতে হয় তাই সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে সবকিছুর দাম কমে আসবে। বিশ্বে দাম কমছে বাংলাদেশেও কমবে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা শুধু ঘরে বসে সরকারের সমলোচনা করতে পারে। করোনার সময় ভ্যাকসিন বিএনপি দেয়নি আমরাই দিয়েছি। করোনার সময় আপনার পাশে না থেকে তারা সরকারের বিরুদ্ধে অপ্রচারে লিপ্ত ছিল যে ভ্যাকসিন দিলে মানুষ মারা যাবে। আমরা বিনামূল্যে প্রতিটি মানুষকে ৩ থেকে ৪ বার ভ্যাকসিন দিয়েছি। প্রতিটি ভ্যাকসিনে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে সরকারের। আওয়ামী লীগ সরকার মানুষের জন্য যেসব ভালো কাজ করে বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, আমাদের এই উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সামাজিক সকল ভাতা থাকবে কী থাকবে না।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা, দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাব, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। দিঘী ইউনিয়ন পরিষদের ১ হাজার ২৩৭ জনকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩১   ৯১ বার পঠিত