শুক্রবার, ২৩ জুন ২০২৩

মাগুরায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » খুলনা » মাগুরায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শুক্রবার, ২৩ জুন ২০২৩



মাগুরায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার মাগুরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষ দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিশোর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিকেলে র‌্যালি ও স্থানীয় নোমানী ময়দানে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৭   ৫১ বার পঠিত