জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির তথ্য অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন(দুদক)। এ তথ্যটি কালবেলা কে নিশ্চিত করেছেন সাব-রেজিস্টার কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন আহমেদ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনজন দলিল লেখক এর বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকেও খোঁজাখুঁজি করেন তাঁরা।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, মূলত সাব-রেজিস্ট্রারের অফিসের দলিল রেজিষ্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানা অনিয়ম এবং দুর্নীতির তথ্য অনুসন্ধানে তাঁরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট তিন সদস্যের একটি টিম অফিসে ঢুকে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে তারা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং রেকর্ডপত্র দেখেন। এছাড়াও গত একমাসে কতগুলো দলিল হয়েছে তার তথ্যসহ সেবা গ্রহীতাদের তথ্য চান তাঁরা।
অভিযানটি জামালপুর দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয়ের তিনজন উপপরির্দশক সিভিলে এসে এই অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে সাব-রেজিস্টার কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে ৩৫টি সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করবে। এই ধারাবাহিকতায় আজ জামালপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয় হতে তিনজন উপপরিদর্শক সাব রেজিস্টার অফিসে অভিযান পরিচালনা করেন।
তারা দলিল রেজিস্ট্রেশনের ফিস আদায়ের তালিকা সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলেন এবং তথ্য চেয়েছেন। তাদেরকে আমরা কিছু তথ্য দিয়েছি বাকি তথ্যগুলো দুদক অফিসে পাঠাবো।
তিনি আরো বলেন, ‘সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে কোন প্রকার দুর্নীতি, ঘুষ, বাণিজ্য ও অনিয়মের প্রশ্রয় নেই। যে কোনো সেবাগ্রহীতা দলিল ও জমি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এই জন্য আমার দ্বার উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ২০:৩০:২২ ১১ বার পঠিত