বন্দরে বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভ’ক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২১ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর কলোনী এলাকার আব্দুর রব মল্লিক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোশারফ হোসেন (৪৫) বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে রানা আহম্মেদ (৩০) বন্দর শাহীমসজিদ এলাকার সামছুল হক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (৩২) নবীগঞ্জ এলাকার মৃত সোলেমান বেপারী ছেলে ফতুল্লা থানার ১৬(১০)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রহমত উল্ল্যাহ (৩৮)।
থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও বন্দর ফাঁড়ী এসআই আলমগীর এবং থানার এএসআই রিপনসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ১৩:১২:০০ ৮৪ বার পঠিত