শনিবার, ৫ এপ্রিল ২০২৫

কাকে বিয়ে করলেন রাবা খান?

প্রথম পাতা » ছবি গ্যালারি » কাকে বিয়ে করলেন রাবা খান?
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



কাকে বিয়ে করলেন রাবা খান?

দেশীয় শোবিজে পরিচিত মুখ রাবা খান। বিভিন্ন সময় কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শেয়ার করলেন সুসংবাদ। বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর।

সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিনকে বিয়ে করেছেন রাবা। সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে রাবা পরেছেন লাল-কমলার মিশ্রণে জমকালো শাড়ি, আর আরাফাত ছিলেন সোনালি কারুকাজের সাদা শেরওয়ানিতে।

রাবা বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাবা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্যাপশনে রাবা লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ সঙ্গে যুক্ত করেন বিয়ের তারিখ—৪ এপ্রিল ২০২৫।

এই সুসংবাদ নেটদুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই তারকা জুটির বিয়েতে শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সহকর্মী তারকা ও নির্মাতারা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় রাবা খান। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৪   ৭ বার পঠিত