যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি প্রচেষ্টা চালাতে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন বলে মনে করেন তিনি। শনিবার (৮ মার্চ) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার (৭ মার্চ) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে ভালোভাবেই শান্তি প্রচেষ্টা চালিয়ে নিতে কাজ করে যাচ্ছে।’ এ ক্ষেত্রে কিয়েভের চেয়ে ‘মস্কোর সাথে কাজ করা সহজ হবে বলে জানান ট্রাম্প।
ট্রাম্প সতর্ক করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নিষ্পত্তিতে রাজি না হলে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করে দেয়া হবে।
তবে এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেন, ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তিনি রাশিয়ার উপর বৃহৎ আকারের নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।
এদিকে, ট্রাম্প ইতিমধ্যেই ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছেন। এরপর মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কিছু স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করেছে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ওই বৈঠকে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ‘অসম্মানজনক’ আচরণের জন্য তিরস্কার করেন। এরপর খনিজ চুক্তি না করেই হোয়াইট হাউজ ছাড়েন জেলেনস্কি।
প্রকাশ্যে বাগ্বিতণ্ডার পর ট্রাম্প কিয়েভের সাথে সমস্ত মার্কিন সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করেন।
এরপর বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় আকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় রাশিয়া।
এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি স্পষ্টতই রাশিয়ার এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবেই ছিল বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পুরোপুরি ‘আক্রমণ’ করছে বলে তিনি নতুন শুল্ক আরোপের কথা ভাবছেন।’
অন্যদিকে মার্কিনিরা চায়, জেলেনস্কি এমন একটি চুক্তিতে স্বাক্ষর করুন যা তাদের ইউক্রেনীয় খনিজ সম্পদের একটি বড় অংশ দেবে এবং তিনি মস্কোর সাথে দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হবেন।
তবে জেলেনস্কি কিয়েভের জন্য দৃঢ় নিরাপত্তা গ্যারান্টির জন্য চাপ দিচ্ছেন, যাতে চুক্তির অংশ হিসেবে তা সম্মত হয়। তবে এই ধরনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে পরে আলোচনা করা যেতে পারে বলে শুক্রবার বক্তৃতার সময় জানান ট্রাম্প।
এদিকে, মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সার শুক্রবার বিবিসি ভেরিফাইকে জানিয়েছে যে মার্কিন উপগ্রহ থেকে কিছু উচ্চমানের চিত্রের জন্য ইউক্রেনীয়দের অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৫:২২:৫০ ৭ বার পঠিত