বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন

প্রথম পাতা » খুলনা » খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন

জেলার কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের মেঘনিসতলা সংলগ্ন সরকারি খাল কয়েক বছর স্থানীয় কতিপয় ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে বাঁধ দিয়ে আটকে দেয়। এতে করে স্থানীয় কৃষকদের ধানসহ ফসলি জমিতে পানি সরবরাহ কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে বিপাকে পড়ে স্থানীয় কৃষকরা।

এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি )বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, কচুয়া থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় জনগণ।

গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে বাঁধ ভেঙে দিয়ে খাল পুনরুদ্ধার করে পানি সরবরাহ কাজে সহায়তার জন্য এগিয়ে আসেন কচুয়া উপজেলার স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষ । এই অবৈধ বাঁধ অপসারণ করতে সেখানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এধরনের কর্মকাণ্ডে যেই জড়িত থাকুক দরকার হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৫:২৪:১২   ৪ বার পঠিত