জেলায় তিনটি উপজেলার গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করলে এই আদালতের কার্যক্রম আরো গতিশীল হবে, জন কল্যাণ নিশ্চিত হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক আসমা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণে জেলার সিংড়া, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহন করছেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, সমাজ সেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা রিসোর্স টিমের সদস্যরা প্রশিক্ষণ নেন।
এই প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করবেন।
বাংলাদেশ সময়: ১৫:২১:৩৫ ৪ বার পঠিত