মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



জার্মানিতে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিলেন চালক, নিহত ২

পশ্চিম জার্মানির ম্যানহাইম শহরে ভিড়ের মধ্যে ফুটপাতে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশ গাড়ির চালককে আটক করেছে। দ্রুতগতির কারণে চালক ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ম্যানহাইমের প্রধান পাবলিক প্রসিকিউটর রোমিও শ্লুয়েসলার বলেন, চালককে চরমপন্থার সঙ্গে জড়িত বলে মনে হয়নি, তবে তার মধ্যে মানসিকভাবে অসুস্থ থাকার লক্ষণ ছিল বলে জানানো হয়েছে।

৪০ বছর বয়সি জার্মান নাগরিক ওই সন্দেহভাজন চালকের বিরুদ্ধে দুটি খুন এবং একাধিক খুনের চেষ্টার অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু করেছেন প্রসিকিউটররা।

হামলার পর ফাঁকা বন্দুক দিয়ে নিজের মুখে গুলিও করেন তিনি। তবে ওই সন্দেহভাজন ব্যক্তিকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তাকে চিকিৎসা নিতে হয়েছিল।

প্রসিকিউটররা জানিয়েছেন, তিনি একজন ল্যান্ডস্কেপ মালী ছিলেন এবং একা থাকতেন বলে মনে হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সহিংস হামলার পর জার্মানিতে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে ডিসেম্বরে ম্যাগডেবার্গে এবং গত মাসে মিউনিখে মারাত্মক গাড়ি ধাক্কার ঘটনা, সেইসাথে ২০২৪ সালের মে মাসে ম্যানহাইমে ছুরিকাঘাতের ঘটনা অন্যতম।

বাংলাদেশ সময়: ১১:১০:১৯   ১ বার পঠিত