সোমবার, ৩ মার্চ ২০২৫

বার্সেলোনার দখলে লা লিগার শীর্ষস্থান

প্রথম পাতা » খেলা » বার্সেলোনার দখলে লা লিগার শীর্ষস্থান
সোমবার, ৩ মার্চ ২০২৫



বার্সেলোনার দখলে লা লিগার শীর্ষস্থান

বিলবাওয়ের বিপক্ষে জয় দিয়ে আগের দিনই অ্যাতলেটিকো মাদ্রিদ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল। একদিনও সেখানে থাকতে পারল না তারা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দাপুটে জয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা।

বার্সেলোনার জয় ৪-০ গোলে। সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে এটা কাতালান ক্লাবটির সবশেষ ২৭ ম্যাচে ২৬তম জয়। অন্য ম্যাচটিতে বার্সেলোনা হেরেছে।

কোপা দেল রের সবশেষ ম্যাচে অ্যাতলেটিকোর বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সেই ভুলের পুনরাবৃত্তি এদিন করেনি তারা। জেরার্ড মার্টিনের গোলে ম্যাচের ২৫ মিনিটেই লিড নেয় বার্সা। এর চার মিনিট পর আবারও গোল স্বাগতিকদের। প্রথম গোলের মতো এই গোলেও অ্যাসিস্ট করেন দানি ওলমো।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও একই তালে আক্রমণ চালায় তারা। ৪ মিনিটের ব্যবধানে দুই গোলে করেন রোনাল্ড আরাউহো এবং রবার্ট লেওয়ানডস্কি। ৬০ মিনিটের মধ্যেই স্কোর লাইন ৪-০ করে বার্সা।

পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৩টি শট নেয় কাতালানরা, বিপরীতে বার্সার জালে একটিও শট নিতে পারেনি রিয়াল সোসিয়েদাদ। আরও একটি দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ক্লাবটি। ২৬ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৫৭ পয়েন্ট, সমান ম্যাচ খেলা অ্যাতলেটিকোর সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে তিন রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫১   ৪ বার পঠিত