ওমানের ধোফার গভর্নর সাঈয়েদ মারওয়ান বিন তুর্কি আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। সোমবার (১৯ জুন) ধোফার গভর্নরের কার্যালয়ে সাক্ষাতের কথা রাষ্ট্রদূত তার ফেসবুকে এক বার্তায় জানান।
রাষ্ট্রদূত জানান, ওই দিন ওমানের ধোফার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও তিনি ধোফার গভর্নরেটের চেম্বারের শাখা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নায়েফ বিন হামেদ বিন আমের বেত ফাদেলের সঙ্গে বৈঠক করেছেন। এসময় গভর্নরেটের চেম্বারের শাখা পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া রাষ্ট্রদূত সেখানকার সালালাহ বন্দর ও ফ্রি জোন পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৪ ৫৭ বার পঠিত