বুধবার, ২১ জুন ২০২৩

স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

প্রথম পাতা » চট্রগ্রাম » স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
বুধবার, ২১ জুন ২০২৩



স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) গণধর্ষণের মামলার এজাহারভুক্ত দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন মিষ্টারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মুছাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন রিয়াদ উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে ও জালাল উদ্দিন মিষ্টার একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১৪ জুন) সকাল ৯টার দিকে সুধারাম থানার নোয়াখালী ইউনিয়নের এক এলাকা থেকে মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যান নবদম্পতি। তারা স্লুইসগেট এলাকায় বনবিভাগের বাগানের পাশের রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে নবদম্পতিকে আটক করে। পরে স্বামীকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে নববধূকে বনবিভাগের বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় রবিবার(১৮ জুন) দুপুরে তিন জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নববধূর স্বামী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক থাকা অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:২৭   ৪১ বার পঠিত