শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ফ্যাসিস্ট আমলে বারবার শুনতাম খেলা হবে, সেই খেলা আর দেখতে চাই না

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফ্যাসিস্ট আমলে বারবার শুনতাম খেলা হবে, সেই খেলা আর দেখতে চাই না
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



ফ্যাসিস্ট আমলে বারবার শুনতাম খেলা হবে, সেই খেলা আর দেখতে চাই না

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম– খেলা হবে। সেই খেলা আর দেখতে চাই না।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে।

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার জুলুম করেছে, মিথ্যা অপবাদ দিয়ে ‘ক্যাঙারু কোর্টে’ তাকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আজ পটপরিবর্তনের সপ্তম মাসে আমরা পড়ে গেছি, এখন পর্যন্ত কেন তাকে হাজতে থাকতে হবে? বঙ্গভবনে ৫ তারিখে সুনির্দিষ্টভাবে দুই-একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এর চাইতেও বেশি জুলুম যাদের ওপর করা হয়েছে, তাদের একজনকে শুধু কেন জেলের ভেতরে থাকতে হবে?

‘মনের এই কষ্ট থেকে আমি বলেছি আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে।’

ডা. শফিকুর রহমান বলেন, লাখো কর্মী আমার সঙ্গে জেলে যাওয়ার কথা বলেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বলতে চাই, লাখো লাগবে না। আমি একাই যাব। কারণ এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদের বাইরে থাকতে হবে। সবাই ভেতরে গেলে এই জমিন থেকে জঞ্জাল পরিষ্কার করবে কে? আমার সহকর্মীরা থাকুক, জঞ্জাল পরিষ্কার করুক। আর আমি মজলুমের প্রতীক হিসেবে প্রতিবাদ হিসেবে জেলে চলে যাই।

তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরুন। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হবো না। কেউ আমাদের সঙ্গে খেলবেন, এটা আমরা পছন্দ করি না।

জামায়াত আমির বলেন, শুধু আমাদের সঙ্গে না, এ দেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম– খেলা হবে। সেই খেলা আর দেখতে চাই না। মানুষের ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, শামসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০২   ৭ বার পঠিত