বুধবার, ২১ জুন ২০২৩

অনিয়মের খবর নেই, ভোটার উপস্থিতি বেশ ভালো : ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » অনিয়মের খবর নেই, ভোটার উপস্থিতি বেশ ভালো : ইসি
বুধবার, ২১ জুন ২০২৩



অনিয়মের খবর নেই, ভোটার উপস্থিতি বেশ ভালো : ইসি

ভোট চলার দুই ঘণ্টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটে অনিয়মের খবর পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। ভোটার উপস্থিতি নিয়েও সন্তুষ্ট ইসি।

বুধবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়তনে সিসিটিভি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। মাঠের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ হচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নেই।

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে রাশেদা সুলতানা বলেন, বেশ ভালো। সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে, দুই-একটা কেন্দ্রে কম। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।

দুই ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে সে রকম কোনো তথ্য দিতে পারেননি এ কমিশনার।

তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসেনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।

ইভিএমে জটিলতার কোনো খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, শুধু রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হয়েছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। ঠিক সময়ে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।

উল্লেখ্য, সিলেট ও রাজশাহী সিটিতে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে। ৮ লাখের বেশি ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবেন।

সিলেট সিটি করপোরেশনে ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন। অন্যদিকে রাজশাহী সিটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬।

বাংলাদেশ সময়: ১৩:০৫:২৫   ৪৬ বার পঠিত