যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। সকাল ৭টার দিকে নওগাঁ থেকে খুলনাগামী আরেকটি খড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে খড়বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুঘর্টনার পর চালক পালিয়ে যান। তবে ট্রাকের হেলপার আলমগীর হোসেন মারাত্মক আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর ওই হেলপারের মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল শিউলীর
তিনি জানান, নিহতের বাড়ি নওগাঁ জেলায়। ধারণা করা হচ্ছে, ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১১:২০:১৫ ৮ বার পঠিত