নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগ নেতাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা আয়তুল হোসেন (৫২), উপজেলার বালুভরা ইউনিয়নের পারসোমবাড়ী এলাকার মৃত অজিত কুমারের ছেলে বাঁধন কুমার ঘোস (৩০), জগৎনগর এলাকার মৃত জিয়ার মেয়ে কেয়া পারভিন (৩২) ও বিলাশবাড়ী ইউনিয়নের পশুরামপুর গ্রামের আশিদুর রহমানের ছেলে সুমন হোসেন (২৮)। সুমন হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি কেয়া পারভিন ও বাঁধন কুমার ঘোস।
মঙ্গলবার দুপুরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে জয়পুরহাট এলাকায় পরিচয় গোপন করে গত এক বছর ধরে সাজাপ্রাপ্ত আসামি সুমন হোসেন বসবাস করছে। থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই রাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামিকে নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং গোবরচাপা হাটে ককটেল বিস্ফোরণ মামলায় আয়তুল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, তাদের গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫০ ৮ বার পঠিত