মঙ্গলবার, ২০ জুন ২০২৩

সংসদে সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল, ২০২৩ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংসদে সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল, ২০২৩ উত্থাপন
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



সংসদে সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল, ২০২৩ উত্থাপন

সংসদ ভবন, ২০ জুন, ২০২৩ : জাতীয় সংসদে আজ সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সংসদে বিলটি উত্থাপন করেন।
উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, সম্পত্তি জামানত রেখে ঋণ প্রদান ও গ্রহনের সুযোগ সৃষ্টি এবং ঋণদাতা ও ঋণগ্রহীতার লেনদেনে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এতদসংক্রান্ত অর্থায়ন বিবরণী নিবন্ধনসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে এই বিলটি আনা হয়েছে।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার লক্ষে ১৫ দিনের জন্য জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:০৮   ৪৯ বার পঠিত