বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে যে সরকারকে আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা দেখতে পারছি, সরকার বাংলাদেশের পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিলেন। তারা দাবি করেন, তারা সংস্কারের কথা বলেন। আমরা দেখছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা সেই কথিত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, ‘কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগ বিলাসে লিপ্ত হয়ে পড়েন সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়বো। যে সকল উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন ওই সমস্ত উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাবো। তানাহলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।’
সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও অংশ নেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:০৮:৩২ ২০ বার পঠিত #মুন্সিগঞ্জ