রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ফর্মের উত্থান-পতন দেখেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। সাম্প্রতিক সময়েও তাকে ফর্মে দেখার প্রতীক্ষায় ছিলেন লস ব্লাঙ্কোস সমর্থকরা। এরই মাঝে তিনি ক্লাবটির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেছেন। যাতে ভর করে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লা লিগার শীর্ষস্থান আরেকটু মজবুত করল রিয়াল।
গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে আধিপত্যই দেখিয়েছে কার্লো আনচেলত্তির দল। তাদের হয়ে তিনটি গোলই করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। অবশ্য ধীর মেজাজে খেলা শুরুর পর তার গোলেই রিয়াল প্রাণচাঞ্চল্য ফিরে পায়। লা লিগায় নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে এমবাপের কাছ থেকে হয়তো এমন কিছুই আশা করেছিলেন কার্লো।
ম্যাচে প্রথম সুযোগটি পায় স্বাগতিক ভায়াদোলিদ। দ্বিতীয় মিনিটেই দলটির সেলিম আমাল্লাহ-ডেভিড তোরেসের যৌথ আক্রমণ ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। একইভাবে তিনি বুলেট গতির আরেকটা শট ফেরান ২৪ মিনিটে। অন্যদিকে, রিয়ালের ঢিমেতালে খেলার পট পাল্টায় মিনিট ছয়েক পরই। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে জোরালো আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপে। ফলে ১-০ গোলের লিড নিয়ে রিয়াল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল যেন প্রথমার্ধের নকল। এবারও কোর্তোয়ায় সামনে বাধাগ্রস্ত ভায়াদোলিদের আক্রমণ। এরই মাঝে ৫৭ মিনিটে ফের এমবাপে ঝলক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে বল বাড়ান ফরাসি তারকাকে। আড়াআড়ি শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। মিনিট দশেক পরই অবশ্য তার সামনে রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের সুযোগটা এসেছিল। তবে বেলিংহ্যামের সঙ্গে বোঝাপড়ায় তার কোণাকুণি শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
তবে হতাশ হতে হয়নি এমবাপেকে। যোগ করা সময়ে নিজেদের বক্সে বেলিংহ্যামকে ফাউল করায় পেনাল্টির মাশুল দিতে হয় ভায়াদোলিদকে। অবশ্য রেফারি ভিএআর দেখেই নেন সিদ্ধান্ত, একইসঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্বাগতিক ফুটবলার মার্টিনকে। পরে সফল স্পটকিকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। একইসঙ্গে রিয়ালেরও বড় জয় নিশ্চিত হয়। এ নিয়ে এমবাপে রিয়ালের সবশেষ ৫ ম্যাচে অষ্টম এবং সবমিলে ২২তম গোল পেয়েছেন।
আগেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বর দলের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে। সমান ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫ এবং ৩৯ পয়েন্ট নিয়ে তিন-চারে রয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিক বিলবাও।
বাংলাদেশ সময়: ১২:০৮:০২ ৪ বার পঠিত