সোমবার, ১৯ জুন ২০২৩

২০২১-২০২২ অর্থবছরে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ২০২১-২০২২ অর্থবছরে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সোমবার, ১৯ জুন ২০২৩



২০২১-২০২২ অর্থবছরে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সংসদ ভবন, ১৯ জুন, ২০২৩ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ থেকে ৭৪০৪২.৬৭ মেট্রিক টন মৎস্য ও মৎস্যপণ্য বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হয়েছে। এসবের মূল্য প্রায় ৫ হাজার ১৯১ কোটি ৭৫ লাখ টাকা।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। ২০২১-২০২২ আর্থিক সালে বাংলাদেশের মাছের চাহিদার পরিমান ৪৬.৬৪ লাখ মেট্রিক টন এবং ওই আর্থিক সালে বাংলাদেশের মোট মাছ উৎপাদিত হয়েছে ৪৭.৫৯ লাখ মেট্রিক টন।’
তিনি বলেন, বাংলাদেশ থেকে চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, কাঁকড়া, কুঁচিয়া, পাংগাস, পাবদা, তেলাপিয়া, শোল, কৈ, শিং, মাগুর ইত্যাদি প্রজাতির স্বাদু পানির মাছ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, রপ্তানি হয়ে থাকে।
মন্ত্রী বলেন, বিদেশ থেকে বাংলাদেশে রুই, কাতলা, বোয়াল, আইর, রূপচাদা, শেডফিস, স্যামন, মুলেট ইন্ডিয়ান মেকারেল, চাপিলা, ইচরিমলা ইত্যাদি মাছ আমদানি হয়ে থাকে। মিয়ানমার, ভারত, চীন, ওমান, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বাংলাদেশে মাছ আমদানি করে থাকে।
২০২১-২২ অর্থ বছরে বিদেশ থেকে বাংলাদেশে ১,০২.৭৩২ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার অর্থ মূল্য ৬৩৪ কোটি ৪৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২২:১০:৫৮   ৪৩ বার পঠিত