ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে আনন্দ ভ্রমণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন বাসের যাত্রী।
আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
আজ শুক্রবার (২৪ জানুয়ারি ) সকাল ৭টায় মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শিক্ষার্থী অনিক, নাঈম, বোরহান, বাস চালক জসিম। নিহত মানসিক ভারসাম্যহীন লোক ও আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গামাটি, কক্সবাজার দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।
বাসের শিক্ষার্থী আহত আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের তোলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী কক্সবাজার ও রাঙ্গামাটি দেখার জন্য রাতে রওয়ানা দেন। ভোরে বাস সড়কের পাশে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮:৩১:১০ ২৪ বার পঠিত