এক মানবন্ধন কর্মসূচিতে বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট উষ্ণায়নের ফলে তীব্র তাপদাহের যন্ত্রণা থেকে জনজীবন ও কৃষিখাতসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষায় দেশে ব্যাপক ভিত্তিক দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপনের আহ্বান জানিয়েছেন।
বিশ্ব খরা ও উষ্ণতা দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা এই আহ্বান জানান।
ঢাকার গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং এ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) এই কর্মসূচির আয়োজন করে।
মানবন্ধনে বক্তারা দেশজুড়ে বৃক্ষ রোপন, নদ-নদী, খাল-বিল, হাওর-বাওড়সহ সব জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বেদখল ও বিলুপ্ত নদ-নদীসহ প্রাকৃতিক জলাভূমি উদ্ধার, নৌ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং উন্নয়নের নামে বৃক্ষ নিধন বন্ধসহ নদী খনন ও বনায়ন সৃষ্টি করতে হবে।
জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়া বিজ্ঞানীদের বরাত দিয়ে নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল বলেন, আগামী বছরগুলোতে খরা ও তাপদাহের মাত্রা আরো বৃদ্ধি পাবে। পরিস্থিতি মোকাবিলায় নদীসহ সকল প্রাকৃতিক জলাভূমি ও বনাঞ্চল রক্ষা করতে হবে। বেদখল ও বিলুপ্ত সকল নদী-খাল খনন করে দুই তীরে পর্যাপ্ত গাছ লাগাতে হবে।
এসসিআরএফ সভাপতি আশীষ কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, এসসিআরএফ সহসভাপতি অমরেশ রায়, সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন, অর্থ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন এসসিআরএফ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৪০ ৪৪ বার পঠিত