মেষ
যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখবোধ করবেন। লিভারের কোনও সমস্যা বাড়তে পারে।
বৃষ
তর্কে জয়লাভ করায় আনন্দ পেতে পারেন। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা ভোগাবে। দাম্পত্য বিবাদ মিটে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
মিথুন
স্ত্রীর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। জটিল সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে। যুক্তিপূর্ণ কথায় সকলের মন জয় করতে পারবেন। জমি কেনাবেচার পরিকল্পনা হবে।
কর্কট
অনেক পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ মিলবে। সন্তানকে ঘিরে সংসারে অশান্তি বাধতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন।
সিংহ
ব্যবসায় বাড়তি কোনও লাভ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গ অর্থ ব্যয় বাড়াবে। অতিরিক্ত কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
কন্যা
জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু শঙ্কাময় সময় কাটতে পারে। একাধিক উপায় নিয়ে আলোচনায় সাফল্য পাবেন। সামাজিক কোনও কাজে কিছু দান করতে হতে পারে।
তুলা
কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারেন। যারা গান-বাজনা নিয়ে কাজ করেন, তাদের জন্য আজ ভালো সময়। রক্তচাপ বাড়তে পারে। গঠনমূলক কোনও কাজে উন্নতি পাবেন।
বৃশ্চিক
আজ কারও সঙ্গে অশান্তি বাধতে পারে। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও বেড়াতে গিয়ে আনন্দ পাবেন। প্রেমে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
ধনু
চারিদিকে পরিস্থিতি খুব একটা সুখকর নয়। তাই নিজের আয়ত্বে আনার চেষ্টা করুন। এই পর্যায়ে, অন্যের প্রতি দায়িত্ব ত্যাগ করার পরিবর্তে আপনার নিজের ভবিষ্যত তৈরি করার দিকে নজর দিন।
মকর
সকল কাজে উৎসাহ বজায় থাকবে। নতুন বন্ধুত্ব আসতে পারে জীবনে। প্রতিদ্বন্দ্বীদের সাথে দীর্ঘস্থায়ী মনোমালিন্য ঘোচানোর জন্য সঠিক সময় এটি। নতুন উদ্যোগ নেয়ার জন্য দিনটি শুভ নয়।
কুম্ভ
দাঁতের কোনও রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে। দূরে ভ্রমণ করার সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।
মীন
কাজের চাপে সংসারে সময় না দেয়ার জন্য বিবাদ হতে পারে। ব্যবসায় কিছু পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাবে। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে।
বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৫ ২ বার পঠিত