শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩৭   ২ বার পঠিত