বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতির

প্রথম পাতা » খেলা » হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতির
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতির

বাংলাদেশের ফুটবল দাঁড়িয়ে নতুন এক যুগের সূচনালগ্নে। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো ম্যাচ খেলার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে হামজা ম্যাচ খেলতে নামলেই ইতিহাস তৈরি হবে। তিনিই হবেন বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটায় খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে। নানান ধাপ পেরিয়ে হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এখন ক্লাবের ছাড়পত্র পেলেই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে জাতীয় দলে খেলানোর জন্য বেশ কিছুদিন থেকেই তোরজোড় করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে ফিফার কাছ থেকে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর অনুমতি পেয়েছেন এই ২৭ বছর বয়সী। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা বাফুফের। তবে ইপিএলের ব্যস্ততার মাঝে হামজাকে জাতীয় দলের জন্য পেতে দরকার ক্লাবের অনুমতি। আর এ মাসেই তা আরা হবে বলে জানিয়েছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

তিনি বলেছিলেন, ‘হামজা দেওয়ান চৌধুরী কিন্তু একটা ক্লাবের সঙ্গে চুক্তিতে আছে। আমরা কথা বলার আগে ক্লাবের অনুমতি নিয়ে কথা বলতে হবে। এটা প্রথম আনুষ্ঠানিকতা। এরপর আমরা সরাসরি খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পারব। আমি আশাবাদী, বাকিটা ক্লাবের ওপর।’

এই মুহূর্তে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডে অবস্থান করছেন। আর সেখানেই হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বুধবার (১৫ জানুয়ারি) রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। ম্যাচ শেষে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

এদিকে হামজাকে জাতীয় দলে ভেড়ানোয় তরতর করে বাড়ছে দেশের ফুটবলের ব্র্যান্ডভ্যালু। দক্ষিণ এশিয়ার ফুটবলের বাজারে কদরও বেড়েছে লাল সবুজের। যার কল্যাণে এতোকিছু সেই হামজাকে নিয়ে পরিকল্পনাও আছে বাফুফের। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন।

তাবিথ আউয়াল বলেন, ‘হামজা দেওয়ান চৌধুরী ডেফিনিটলি একজন স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের পুরো জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। তার জন্য বাংলাদেশের সুনাম এতো বেড়ে যাচ্ছে, সে যেন তার মর্যাদাটা পায়।’

বাংলাদেশ সময়: ১৩:১২:৩৪   ৩ বার পঠিত