যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নতুন শাসকরা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির ওপর তাদের নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করতে পারে বলে জানিয়েছেন ব্লকের শীর্ষ কূটনীতিক কাইজা কাল্লাস।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এএফপি জানায়, ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাইজা কাল্লাস শুক্রবার এক্স-এ লিখেছেন, ‘গঠনমূলক অগ্রগতি হলে ইইউ ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে।’
রোমে অনুষ্ঠিত পশ্চিমা শক্তিগুলোর এক বৈঠকের পরের দিন তার এই মন্তব্য এলো।
বাংলাদেশ সময়: ১৮:১৮:৪২ ২ বার পঠিত