যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রক্ত-ডায়াবেটিসসহ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে দুদিনের মধ্যে চিকিৎসা প্রণালী ঠিক করবেন।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হাসপাতলটির সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
বেগম জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক জানান, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। দুই দিনের মধ্যে ঠিক হতে পারে চিকিৎসা পদ্ধতি।
তিনি বলেন,
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আশা করছি, আগামীকাল বা পরশুর মধ্যে তাদের পরীক্ষা-নিরীক্ষা পর্ব শেষ হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে, সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত জানাবেন।
এ ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বসতে পারেন বলেও জানান ডা. জাহিদ হোসেন।
হাসপাতালে বেগম জিয়ার পাাশে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। দীর্ঘদিন পরে পারিবারিক এই মুহূর্তগুলোতে সাবেক প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বলে জানান যুক্তরাজ্য বিএনপির শীর্ষ দুই নেতা।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন,
এত বছর পর তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে দেখা হয়েছে। এতে তার মধ্যে অনেক আনন্দ কাজ করছে। এ খানে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকও রয়েছেন। যুক্তরাজ্য বিএনপির অন্যান্য নেতাকর্মীরা আমাদের মাধ্যমে বেগম জিয়ার খোঁজখবর নিচ্ছেন।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘ঘরোয়া পরিবেশে খাওয়া-দাওয়া করছেন বেগম জিয়া। তাকে দেখে মনে হচ্ছে, তিনি খুব আমেজে আছেন।’
উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার (৮ জানুয়ারি) লন্ডন পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় তাকে। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। সেখান থেকে সৌদি আরবে ওমরাহ শেষে দেশে ফিরবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮:১৩:২৫ ২ বার পঠিত