বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চতুর্থবার বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজের

প্রথম পাতা » ছবি গ্যালারি » চতুর্থবার বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজের
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



চতুর্থবার বিবাহবিচ্ছেদ জেনিফার লোপেজের

শোবিজ পাড়ায় প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদ এসব খবর যেন খুবই সাধারণ। তবে হলিউড তারকা জেনিফার লোপেজেরে বেলায় বিচ্ছেদের তকমাটা ৪বার জুড়ে গেল। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ গুঞ্জন অনেকদিন ধরেই। এবার তা বাস্তবে পরিণত হলো।

জানা গেছে, গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। পরে আদালত সে আবেদন গ্রহণ করেছে।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।

এরপর গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন।

কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহবিচ্ছেদের কাগজপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:১৪   ২ বার পঠিত