বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩ জন। বোমা হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার (৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা।

জেলেনস্কি লিখেছেন, ‘সাধারণ নাগরিকদের ক্ষতি হবে জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না।’

বুধবার টেলিগ্রামে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার ওই হামলায় শহরটির বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেন, রুশ বাহিনী বুধবার দুপুরের দিকে শহরের একটি আবাসিক এলাকায় ‘গাইডেড বোমা’ নিক্ষেপ করে এবং এই হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে মস্কো প্রায়ই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে তারা।

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৬   ২ বার পঠিত