শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি

প্রথম পাতা » খুলনা » আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়।

আটকের পর আসাদুল গাজীকে তল্লাশী করে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৩   ৫ বার পঠিত