বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে তারা পালিয়ে এসেছেন।

বুধবার (১ জানুয়ারি) উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে আটটি শিশু, ছয়জন পুরুষ ও ছয়জন নারী আছেন।

আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প জানান, বুধবার দুপুরে ২০ রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তারা নোয়াখালীর ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছেন। পরে স্থানীয়রা তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। আমরা তাদের আইনি প্রক্রিয়া শেষে ভাসানচর আশ্রয় শিবিরে পাঠিয়ে দেব।

প্রসঙ্গত, গত বছরের ১৯ ডিসেম্বর আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫৭   ৩ বার পঠিত