রবিবার, ১৮ জুন ২০২৩

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারীদের হাতে দেশ নিরাপদ না : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্রগ্রাম » বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারীদের হাতে দেশ নিরাপদ না : তথ্যমন্ত্রী
রবিবার, ১৮ জুন ২০২৩



বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারীদের হাতে দেশ নিরাপদ না : তথ্যমন্ত্রী

‘যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙেছে, তাদের হাতে দেশও নিরাপদ হতে পারে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মহানগরীর জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্যের ছবি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ছবি ও ম্যুরাল ভাঙে, তারা তো দেশটাই ভেঙে দেবে। তাদের হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না। এরাই আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।

তিনি আরও বলেন, বিএনপি তারুণ্যের সমাবেশের কথা বলে চট্টগ্রাম মহানগরীর জামালখান মোড়ে দিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধুর সব ছবিগুলো ও বঙ্গবন্ধুর ম্যুরালসহ মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্যান্যদের ছবিও ভাঙচুর করেছে। এই দায় দলটির নেতারা কোনোভাবেই এড়াতে পারে না।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:১০:২৩   ৪৯ বার পঠিত