সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় ভয়াবহ হামলা ইসরাইলের, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় ভয়াবহ হামলা ইসরাইলের, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



সিরিয়ায় ভয়াবহ হামলা ইসরাইলের, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন!

চলতি মাসে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াজুড়ে ভারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবারও (১৬ ডিসেম্বর) সিরিয়ার পশ্চিম উপকূলরেখা বরাবর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক অবকাঠামোতে আঘাত হানে ইসরাইলি যুদ্ধবিমান।

ইসরাইলি হামলার সময় সিরিয়ার বিভিন্ন শহরজুড়ে ব্যাপক বিস্ফোরণ হয় বলে জানিয়েছে সংবদমাধ্যম প্রেস টিভি।

এছাড়া লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী পশ্চিম সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ১৫ কিলোমিটার (৯ মাইল) পর্যন্ত অগ্রসর হয়েছে।

এদিকে হামা ও হোমসের সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং আলেপ্পোয় ইসরাইলি হামলা ‘ভূমিকম্পের মতো’ লক্ষ্যবস্তু করা অঞ্চলগুলোকে কাঁপিয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সির প্রতিবেদনে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আল-জওয়ার প্রদেশের সামরিক বিমানবন্দরেও আঘাত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংস্থাটি বলছে, ইসরাইলি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ছুড়েছে, বিশেষ করে তারতুস প্রদেশ লক্ষ্য করে।

তাদের মতে, এই প্রথম ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়ার সামরিক স্থাপনার বিরুদ্ধে ‘এ ধরনের ক্ষেপণাস্ত্র’ মোতায়েন করেছে।

সূত্র: প্রেস টিভি

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৫   ১০ বার পঠিত