শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

প্রথম পাতা » খেলা » টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

ওয়ানডে ফরম্যাটে ফেভারিট হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবিয়ানরা কতটা ভয়ংকর তা সবারই জানা। কিন্তু টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের খুব সহজেই হারানোর কথা জানিয়েছেন সৌম্য সরকার।

সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই ওপেনার বলেন, প্রথমত আমি কিছুদিন আগে এসেছি এখানে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছি। কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, ওখানে ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ১১টিতেই হারতে হয়েছে টাইগারদের, জয় মাত্র ৫টি। তারপরও ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী সৌম্য।

তিনি বলেন, কারা বড় দল, কারা ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিনটা দিকেই ভালো করতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারব। তারা টি-টোয়েন্টি ভালো দল ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারব।

ওয়ানডে সিরিজের ব্যর্থতা নিয়ে এই ওপেনার বলেন, ওয়ানডেতে আমরা বরাবর ভালো খেলে এসেছিলাম। কিন্তু শেষ দুয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে একটা ভালো দিক, ব্যাটাররা অন্তত ৩০০ রান করছি। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল এই সিরিজে হয়তো কিছুটা ভুগেছে, আশা করি তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে।

উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে আগামী (সোমবার) মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৪   ৬ বার পঠিত