বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্স-এর সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সেনাপ্রধান কোর অব ইঞ্জিনিয়ার্স-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৪ ৬ বার পঠিত