শুক্রবার, ১৬ জুন ২০২৩

সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

প্রথম পাতা » খুলনা » সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
শুক্রবার, ১৬ জুন ২০২৩



সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নড়াইল সদর ও লোহাগড়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য জানান।

আসামিরা হলেন- ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি তুষার কান্তি মালাকার। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে।

অন্যরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের প্রভাস দাস এবং লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরতাজ, সোহেল ও লাহুড়িয়া গ্রামের নজীর মীর, পার মল্লিকপুর গ্রামের বিপুল কাজী, আতিয়ার কাজী, সোহাগ কাজী, রুমোন কাজী, পাঁচুড়িয়া গ্রামের তাফসির আহম্মেদ, মিলন শেখ, মামুন শেখ, দীঘলিয়া গ্রামের আকাশ দত্ত ও চরমল্লিকপুর গ্রামের শুভ শেখ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৯   ৪৯ বার পঠিত