বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী আজ সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গ্রেস ফু’র সাথে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা যায়, সিদ্দিকী বাংলাদেশকে সিঙ্গাপুরের ধারাবাহিক সমর্থন এবং বিশেষ করে গত মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ দূত বলেন,‘বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে আরও গভীর ও বিস্তৃত সম্পর্ক প্রত্যাশা করে, যা বাণিজ্য, বিনিয়োগ এবং অভিজ্ঞতা বিনিময়সহ অন্যান্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে।’
ফু অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে সিদ্দিকীর ব্রিফিংয়ের জন্য ধন্যবাদ জানান এবং বিনিয়োগের জন্য উন্নত শাসন ব্যবস্থা জোরদারের মাধ্যমে বাংলাদেশের জন্য ঐতিহাসিক সুযোগ তৈরি করার প্রেক্ষিতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রস্তাব দেন।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিঙ্গাপুরে বাংলাদেশের বাণিজ্যিক কাউন্সিলর লুৎফুন নাহারও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩৭ ১০ বার পঠিত