মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ

সুদানে সামরিক বিমান হামলায় দেশটির উত্তর দারফুরের একটি শহরের বাজারে সোমবার ১০০ জনেরও বেশি লোক নিহত ও আরো কয়েকশ লোক আহত হয়েছে। মঙ্গলবার দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবী দল এ কথা জানিয়েছে। পোর্ট সুদান থেকে এএফপি এখবর জানায়।

জরুরী আইনজীবীদের দলটি জানায়, ‘শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।’

গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষকালে মানবাধিকার লংঘনের ঘটনা নথিভুক্ত করে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২১   ৭ বার পঠিত