উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



উত্তর দারফুর বাজারে বিমান হামলায় শতাধিক নিহত : সুদানের আইনজীবী গ্রুপ

সুদানে সামরিক বিমান হামলায় দেশটির উত্তর দারফুরের একটি শহরের বাজারে সোমবার ১০০ জনেরও বেশি লোক নিহত ও আরো কয়েকশ লোক আহত হয়েছে। মঙ্গলবার দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবী দল এ কথা জানিয়েছে। পোর্ট সুদান থেকে এএফপি এখবর জানায়।

জরুরী আইনজীবীদের দলটি জানায়, ‘শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।’

গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষকালে মানবাধিকার লংঘনের ঘটনা নথিভুক্ত করে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২১   ৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ