সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ তিন জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ফজলুল হক রোডের রিপন শেখের স্ত্রী মুরশিদা খাতুন (২২) ও তার সন্তান নিহান ইসলাম (৬) মাস। অপর জনের পরিচয় এখনো জানাযায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারাযায়।
আহত অবস্থায় সিএনজির অপর চার জন যাত্রিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধিন অবস্থায় মা ও মেয়ে মারা যায় ৷
বাংলাদেশ সময়: ২২:৪৬:০৮ ৪১ বার পঠিত