ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়ে বোলাররা নিজেদের কাজটা করে দিয়েছেন। এবার ব্যাটারদের দায়িত্ব। ব্যাট হাতে ১১৭ রান করতে পারলে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শুক্রবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রান করে অলআউট হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। ফর্মে থাকা পাক দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মারুফ। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজউল্লাহকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।
সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইকবাল ইমন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান। সাতে নামা ফারহান ইউসুফ ৩২ রান না করলে ১০০ পেরোনোই মুশকিল হয়ে যেত পাকিস্তানের জন্য। এটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে।
বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৯ ৬ বার পঠিত