ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কিংস্টনে ১০১ রানে জয় পেয়েছে মিরাজের দল। এই ম্যাচ দিয়ে শেষ হল বাংলাদেশের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। আর চক্রের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাল বাংলাদেশ।
আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের চেয়ে এবার বাংলাদেশের সাফল্য আরও বেশি। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান ৮।
টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ২০১৯-২১ চক্রে ২০ আর ২০২১-২৩ চক্রে মাত্র ১৬ পয়েন্ট ছিল বাংলাদেশের নামের পাশে। চলতি চক্রে এসে সেটা হয়েছে ৪৫। টেবিলে ভালো অবস্থায় না থেকে শেষ করলেও জয়ের স্বস্তি নিয়ে শেষ করায় টাইগারদের মনে কিছুটা আনন্দ দিবে বটে।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ খেলেছে ১২ ম্যাচ। যেখানে ৪ জয়ের বিপরীতে আছে ৮ হার। ঘরের মাঠে এক জয়ের বিপরীতে ঘরের বাইরে আছে ৩ জয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আর ঘরের বাইরে জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে দুইটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্নও দেখা শুরু করেছিলো টাইগাররা। তবে এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়ে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ৮ নম্বরে থাকলেও ৯ নম্বরে নেমে যেতে পারে তারা। কারণ, ওয়েস্ট ইন্ডিজের এখনও একটি টেস্ট সিরিজ বাকি আছে। সেটা পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশকে পেছনে ফেলতে হলে সেই সিরিজ জিততে হবে ক্যারিবীয়দের।
বাংলাদেশ সময়: ১৪:২৯:১৬ ৮ বার পঠিত