সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভুয়া এক পুলিশ ও তার গাড়ি চালকে আটক করেছে বিজিবি।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে বিশ্বম্ভরপুর ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর কাছ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন: ভুয়া পুলিশ সদস্য বাকির হোসেন (২৮) ও তার গাড়ি চালক তবারক হোসেন (৩০)।
বিজিবি জানায়, গামারীতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল চড়ে প্রবেশ করেন বাকির হোসেন। তখন মাছিমপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে। ভুয়া পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করে।
আটক ভুয়া পুলিশ বাকির হোসেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকসেদপুর গ্রামের আবু চান মিয়ার ছেলে এবং গাড়ি চালক তবারক হোসেন একই উপজেলার দক্ষিণ গোটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানায়, আটকদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, মাছিমপুর বিওপির সদস্যরা তাদেরকে আটক করে থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১৪:১৯ ৯ বার পঠিত