রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারি » হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন

মাওলানা জোবায়ের আহমাদকে সভাপতি ও মাওলানা বশিরুল হাসান খাদিমানীকে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৭টায় লালবাগ জামেয়া মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অর্থ সচিব ও ঢাকা মহানগর যুগ্ম সচিব মাওলানা মুনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম প্রমুখ।

১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মাওলানা আনিসুর রহমানকে ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাওলানা সাইফুল্লাহ হাবিবীকে। সাংগঠনিক সম্পাদক পদে আছেন মাওলানা সানাউল্লাহ খান। মাওলানা নাসির বিন নুরকে করা হয়েছে প্রচার সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৫:০২:২১   ১৭ বার পঠিত