শুক্রবার, ১৬ জুন ২০২৩

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫০

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫০
শুক্রবার, ১৬ জুন ২০২৩



রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৬ জুন) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ৩ হাজার ৭৬৬ ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ৩৯৭ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫টি ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫২:৫৮   ৪০ বার পঠিত