নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূর হাত পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম।
রেজাউল করিম মালা জানান, ভোরে তার দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত রুমে ঢুকে। এ সময়ে বাইরে আরও ডাকাত সদস্যরা ছিল। মুখোশধারী ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে ঢুকে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনের হাত পা বেঁধে ফেলে। এরপর মারধর করে নাসরিনের শরীরে থাকা ও আলমারি থেকে স্বর্ণলাংকার লুটে নেয়। সেই সঙ্গে নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে দুটি গুলি করে।
এ বিষয়ে এসআই নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৪০ ১৩ বার পঠিত